Red Background Headline

প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে জাল গুটিয়ে আনছেন বিরোধী এমপিরা, তবে তার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অবস্থা এত দ্রুত পরিবর্তিত হচ্ছে যে পত্রিকাগুলো এর সঙ্গে তাল মেলাতে পারছে না। গত মঙ্গলবার রাতে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওলের আকস্মিক সামরিক আইন জারির চেষ্টা এতই স্বল্পস্থায়ী ছিল যে খবরটি পত্রিকার প্রথম পাতায়ও আসতে পারেনি। তিনি যখন ওই ঘোষণা দেন, তখন পত্রিকাগুলো ইতোমধ্যেই মুদ্রণের জন্য চলে গেছে। পরদিনের সংস্করণে তার ওই ঘোষণাকে ক্ষমতা দখলের ব্যর্থ চেষ্টা হিসাবে চিহ্নিত করা হয়েছিলো। পরবর্তী এক সপ্তাহ ছিল ঘটনাবহুল। এ সময় প্রেসিডেন্ট ক্ষমা প্রার্থনা করেছেন। আশা করা হচ্ছিলো যে তিনি হয়তো অভিশংসন এড়াতে পারবেন। কিন্ত না, তিনি এখন এক উদ্ধত ও চ্যালেঞ্জ গ্রহণকারী নেতায় পরিণত হয়েছে। যদিও তার সামনে অনেক বিপদ অপেক্ষা করছে। মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং দেশ ত্যাগের বেলায় তার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সপ্তাহের শেষে তিনি দ্বিতীয়বারের মতো অভিশংসনের ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন। ইতোমধ্যেই তার প্রতি দলের সমর্থনও কমে এসেছে।